বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
সারাদেশে
কুমিল্লায় ডেঙ্গুতে সংবাদপত্র কর্মীর মৃত্যু কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ইয়াছিনের সমর্থকদের মশাল মিছিল পদোন্নতি পেলেন ২৭৩ এসআই ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৪৭ জন কুমিল্লার ইয়াছিনকে মনোনয়ন বঞ্চিত করায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কুমিল্লার ৯টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা কুমিল্লা সীমান্তে মাদকের প্যাকেটে আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল বিজিবি লালমাইয়ে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত বুড়িচং আলোচিত তুহিন হত্যার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

মানুষ স্বাস্থ্য সেবাটা যেভাবে পাওয়ার অধিকার রাখে সেভাবে পায় না, উপদেষ্টা শারমীন

  • আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫৬ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন-
আমাদের দেশের মানুষ স্বাস্থ্য সেবাটা যেভাবে পাওয়ার অধিকার রাখে সেভাবে তারা তা পায় না। যখন একটা নতুন হাসপাতাল প্রতিষ্ঠিত হয় তখন আমাদের প্রত্যাশা থাকে যেন সেটির সেবার মান উন্নত হয়। খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হসপিটালও সেই মান রক্ষা করবে বলে প্রত্যশা করছি।
শুক্রবার (১৭ অক্টোবর) কুমিল্লা নগরীর বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারে অবস্থিত খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনেযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,স্বল্প খরচে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা পৌঁছে দিতে কুমিল্লায় উদ্বোধন হলো একশত শয্যা বিশিষ্ট বিশেষায়িত হসপিটাল। কুমিল্লায় আধুনিক, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন। তাই কুমিল্লার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।
এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) বোর্ড অব অ্যাডভাইজার্সের চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির, কুমিল্লার অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) এ. বি. এম মশিউজ্জামান, কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন রেজা মোঃ সারোয়ার আকবর, প্রফেসর হাজেরা মাহাতাব, বাংলাদেশ সরকারের সাবেক সচিব হাসপাতালের জমিদাতা এটিএম শামসুল হকের সহধর্মিণী মিসেস রাবেয়া হক, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের (এনএইচএন) প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এম এ সামাদ। সভাপতির বক্তব্য রাখেন- বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।
উল্লেখ্য- জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান, সাবেক সচিব এটিএম শামসুল হক ২০২২ সালে ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার শিমপুরে। তিনি এ বিশেষায়িত হাসপাতালের জন্য ১২৫ শতক জায়গা মায়ের নামে দান করেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে এই হাসপাতাল পরিচালিত হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz