মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

কুমিল্লা ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ লাভ

  • আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯০ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

চলতি বছররের এইচএসসি পরীক্ষায় প্রতিবারের মত কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বিজ্ঞান ও মানবিক বিভাগের মোট ৫৩জন শিক্ষার্থী, প্রত্যেকেই জিপিএ-৫ পেয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফলে শীর্ষ অবস্থানে রয়েছে।

কুমিল্লা ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. মিজানুর রহমান শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের বিষয়ে বলেন, ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা দৈনন্দিন কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠে। তা সত্ত্বেও পড়াশোনার ব্যাপারে শিক্ষার্থীদের প্রতি কলেজ কর্তৃপক্ষ বিশেষ মনোযোগ দিয়ে থাকে। শিক্ষার্থী ক্যাডেটদের এই ফলাফল অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল এক লাখ এক হাজার ৯৯৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৯ হাজার ৫৭৬ জন। পাস করেছে ৪৭ হাজার ৬৫৭ জন। মেয়ে পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার ৫২৪ জন, পাস করেছে ৩০ হাজার ৭০১ জন। পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ। ছেলে পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৯০০ জন, পাস করেছে ১৭ হাজার ৯৫৬ জন। পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ।  মেয়েদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে এক হাজার ৭৪৯ জন। ছেলেদের মধ্যে পেয়েছে ৯৫৮ জন। কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে সবেচেয়ে বেশি ফল খারাপ করেছে নোয়াখালী জেলার। এ জেলায় পাসের হার ৪০ দশমিক ৪৩ শতাংশ। পাসের হার সর্বোচ্চ কুমিল্লা জেলায়, হার ৫২ দশমিক ১৫ শতাংশ। এবার শূন্য শতাংশ পাস করেছে নয়টি প্রতিষ্ঠানে, শতভাগ পাস করা প্রতিষ্ঠান পাঁচটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz