
প্রতিনিধি, দেবিদ্বার
গণমানুষের দাবি বাস্তবায়ন ও ৫ দফা দাবিতে কুমিল্লার দেবিদ্বারে জামায়াতে ইসলামী’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া থেকে মুক্তিযোদ্ধা চত্বর হয়ে দেবিদ্বার সরকারি হাসপাতাল গেট পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন পোস্টার ও ব্যানার হাতে নিয়ে এতে অংশ নেন হাজারো নেতাকর্মী। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন পৌর আমীর মু. ফেরদৌস আহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. সাইফুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া ও অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি রুহুল আমিন খান, পৌর সেক্রেটারি ক্বারি ওয়ালিউল্লাহ এবং মুরাদনগর উপজেলা সেক্রেটারি মাওলানা আমীর হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি নুরুল হুদা, মু. শরীফুল ইসলাম সরকার, মু. ওবায়দুল্লাহ মাহমুদ, মাওলানা রুহুল আমিন সরকার, পৌর সহকারী সেক্রেটারি মু. জাকির হোসেন, মু. বিল্লাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি মু. তমিজ উদ্দীন, উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে না করে এবং টালবাহানা চালিয়ে যায়, তবে জনগণ তার জবাব দেবে। তারা শান্তিপূর্ণ উপায়ে ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং গণআন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।