
আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ
নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে ১৫ অক্টোবর বুধবার সকালে উপজেলার আলী নকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে বিদ্যালয় মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় হাত ধোয়া প্রদর্শনী। এ সময় হাত ধোয়ার উপকারিতা, নিয়ম ও তাৎপর্য তুলে ধরে এ সংক্রান্ত শিক্ষনীয় বিভিন্ন বিষয় উপস্থাপন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্যানিটেশন টাস্কফোর্স কমিটির সভাপতি গাজালা পারভীন রুহী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও উপজেলা স্যানিটেশন টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ফেরদৌস আলম মজুমদার। সভাপতিত্ব করেন আলী নকিপুর উচ্চ বিদালয় ও কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রিয়াংকা চক্রবর্তী, উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।