
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
‘সমন্বিত উদ্যোগ’ প্রতিরোধ করি দুর্যোগ, এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দুর্যোগ প্রশমনে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক দুর্ঘটনা প্রতিরোধে
সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। আগুন লাগলে কি করতে হবে, ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে কিভাবে উদ্ধার করতে হবে ইত্যাদি বিষয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত শিক্ষার্থীদের প্রাথমিক ধারনা দেন।
মহড়া শেষে দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, খরাসহ প্রতিটি দুর্যোগ মানবজীবনে গভীর প্রভাব ফেলে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়, যেন মানুষকে সচেতন করে দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নেওয়া যায়।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মীর মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামীম ইকবাল, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্ণব চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামীমা শারমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ প্রমুখ।