
প্রতিনিধি, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বার উপজেলার নারায়নপুর মধ্যপাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে বশিরুল ইসলাম (৩৪) নামে এক ওমান প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহত বশিরুল ইসলাম উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং এক সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মসজিদের ইমাম সাহেব তারিকুল ইসলাম টিপন নামে স্থানীয় এক যুবকে মসজিদের মাইক ঠিক করতে ছাদে পাঠায়। সেখানে গেলে সিঁড়ি উপরের টিনের ছাউনির সাথে রশিতে বাধা বশিরুলের ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। বিষয়টি টিপন ইমাম সাহেবকে জানালে তিনি মসজিদের সভাপতি মো. বশিরুল ইসলামকে জানান। পরে সভাপতি থানায় খবর দেন। বিকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মসজিদের সভাপতি মো. বশিরুল ইসলাম বলেন, “ পৌনে ৩ টার দিকে ইমাম সাহেব আমাকে ফোন দিয়ে জানান মসজিদের ছাদের মাইক দেখতে গিয়ে সিঁড়িতে বশিরুলের লাশ ঝুলতে দেখেছেন। পরে আমি গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে থানায় জানাই।”
নিহতের স্ত্রী মিতু জানান, “অসুস্থতার কারনে দেড়মাস আগে তার স্বামী দেশে আসেন। রোববার সকাল ৮টার দিকে তিনি নাস্তা না করেই বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল।”
মসজিদের ইমাম অলিউল্লাহ বলেন, “আমি তখন মসজিদে ছিলাম না। টিপন আমাকে ফোন করে বিষয়টি জানালে আমি মসজিদের সভাপতি সাহেবকে খবর দিই।”
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মইনউদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’’