বিভাগ বাস্তবায়নের দাবীতে কন্টেন্ট ক্রিয়েটরদের আয়োজনে সমাবেশ হয়েছে। এ সমাবেশে যোগ দিয়েছেন বৃহত্তর কুমিল্লার চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন শ্রেণী পাশের মানুষ।
কুমিল্লা নগরীর পূবালী চত্বরে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে এ সমাবেশ । এ সময় কন্টেন্ট ক্রিয়োটর ছাড়াও বিভাগ বাস্তবায়নের বিভিন্ন পেশা শ্রেনির মানুষজন একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা জানান, বিভাগীয় কার্যক্রম পরিচালনার সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতায় বার বার কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পিছিয়ে যাচ্ছে। এবার বিভাগ বাস্তবায়ন না হলে আরো বড় পরিসরে কর্মসূচির ডাক দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়। এ সময় দাবী উঠে অচিরেই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে।
দেখা যায়, পূর্বঘোষিত অনুযায়ী বিকাল তিনটায় কুমিল্লা নগরের পূবালী চত্বরে আসতে থাকে বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্লেকার্ড। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে কুমিল্লা নগরী।