
প্রতিনিধি, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবন করে পরিবারে অশান্তি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করায় মায়ের অভিযোগের ভিত্তিতে দীপংকর চন্দ্র শীল (৩০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত দীপংকর চন্দ্র শীল দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত কমল চন্দ্র শীলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীপংকর দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। প্রায় প্রতিদিনই তিনি মাদকাসক্ত অবস্থায় তার বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন এবং আশপাশের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। এতে অতিষ্ঠ হয়ে তার মা স্বপ্না রানী শীল দেবিদ্বার উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানা পুলিশ উপস্থিত ছিল। এ সময় দীপংকরের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা করেন আদালত।
সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন বলেন, “দীপংকর চন্দ্র শীলের মা স্বপ্না রানী শীলের অভিযোগের প্রেক্ষিতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা করা হয়।”