মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

ভিক্টোরিয়া কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন- গুণীজন শিক্ষকের সংবর্ধনা

  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৩ দেখেছেন :

‘ছাত্র-শিক্ষকের মর্যাদা যদি যথাস্থানে না থাকে, তবে শিক্ষাব্যবস্থার অবনতি ঘটবে- প্রফেসর আবুল বাসার‚

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি 
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বর্ণাঢ্য আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনার আয়োজন করা হয়। রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় কলেজের উচ্চমাধ্যমিক শাখার শিক্ষক মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এসময় অনুষ্ঠানের সভাপতি ও কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা গুণী শিক্ষকের গলায় উত্তরীয় পরিয়ে দেন। এ বছর অনুষ্ঠানে সমাজকল্যাণ (বর্তমান সমাজকর্ম) বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবদুস সামাদকে ‘গুণী শিক্ষক’ হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীরা শিক্ষক- শিক্ষিকাদের হাতে ফুল তুলে দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে।

বক্তব্যে প্রফেসর মো. আবুল বাসার ভূঞা বলেন, ছাত্র-শিক্ষকের মর্যাদা যদি যথাস্থানে না থাকে, তবে শিক্ষাব্যবস্থার অবনতি ঘটবে। দায়িত্ববোধ ও পরিকল্পনা নিয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিলে শিক্ষা ব্যবস্থা আরও এগিয়ে যাবে।

এ উপস্থিত ছিলেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ও শিক্ষকবৃন্দ।

কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তারের সঞ্চালনায় কলেজের শিক্ষক কর্মচারী ও কলেজের নয়টি সংগঠনের সদস্যসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন হিসেবে। ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz