মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

চাঁদপুর থেকে ছিনতাই হওয়া কাপড় ভর্তি কাভার্ডভ্যান কুমিল্লায় উদ্ধার

  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭৫ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে ছিনতাই হওয়া কাপড় ভর্তি একটি কাভার্ডভ্যান কুমিল্লায় হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে।
শনিবার ভোর রাতে জেলার সদর দক্ষিণের রতনপুর বাজার এলাকা থেকে ওই কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। এতে প্রায় ৩৫ লক্ষ টাকার কাপড় ছিল।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি টিম রাত্রিকালীন মোবাইল ডিউটিকালে খবর পায় যে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকা থেকে একটি কাপড় ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে কুমিল্লার দিকে নিয়ে আসছে ছিনতাইকারী দল। এতে হাইওয়ে পুলিশের মোবাইল টিম কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন লালমাই বাজার মোড়ে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা বেপরোয়া গতিতে কাভার্ডভ্যান পদুয়ার বাজারের দিকে যাওয়ার চেষ্টা করে। এতে হাইওয়ে পুলিশ গাড়িটির পিছু নিলে ছিনতাইকারীরা গাড়িটি সদর দক্ষিণ থানাধীন রতনপুর এলাকায় রাত ৩ টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে কাভার্ডভ্যানটি থানা হেফাজতে নেওয়া হয়। কাভার্ড ভ্যানটিতে আনুমানিক ৩৫ লক্ষ টাকার কাপড় ছিল।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবর সমকালকে বলেন, কাভার্ডভ্যানটি নরসিংদীর বাবুরহাট থেকে কাপড় নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ যাচ্ছিল। এ ঘটনায় সংঘবব্ধ ডাকাতদল জড়িত থাকতে পারে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz