
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার অংশ হিসেবে কুমিল্লা সেনানিবাস ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর মহেশাঙ্গনে দুর্গাপূজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করেন। পরে তিনি দুর্গাপূজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা, সদস্য সচিব সনজিৎ দেবনাথ, যুগ্ম আহ্বায়ক রাজীব সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ৪৪ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক এবং কর্নেল স্টাফ ৩৩ পদাতিক ডিভিশন কর্নেল মেহেদী হাসান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান ও কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম।
মন্ডপ পরিদর্শন শেষে মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, এটা আমাদের দেশ, আমরা সবাই এদেশের মানুষ। প্রত্যেকটা অনুষ্ঠানের সমান ভাগীদার। এই দূর্গাপূজা সুন্দরভাবেই উদযাপিত হচ্ছে- আমি জানলাম এবং খোঁজ খবর নিলাম। আশা করছি সুন্দর ভাবেই এই উৎসবের পরিসমাপ্তি হবে। আমরা আগে থেকেই পরিকল্পনা করেই সামরিক ও বেসামরিক প্রশাসনের সহযোহিতায় আমরা একটি সুন্দর উৎসব উদযাপন করতে পারছি।
এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজের সকল ধর্মাবলম্বীর নিরাপত্তায় সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলে মন্তব্য করেন। পূজামন্ডপ সংলগ্ন ঈশ্বর পাঠশালার শিক্ষার্থীদের জন্য ছেলেদের ও মেয়েদের হোস্টেলে দুটি ফ্রিজ উপহার প্রদানের ঘোষণা দেন।