
নিজস্ব প্রতিবেদক
জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করার চেষ্টা যারা করছে, তাদেরকে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। যারা জান্নাতের টিকেট বিক্রি করছে তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে চেতনার ব্যবসা চলবে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিন আরো বলেন, একাত্তরের চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। একাত্তরের চেতনা দেশের মানুষ ধারণ করেনি, তেমনি জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে। মানুষ এখন ভাষণ আর শোষণের রাজনীতি পছন্দ করে না। প্রত্যেকটি হত্যার বিচার হবে, তবে বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। ইতিমধ্যে বিচার শুরু হয়েছে, সামনে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত দল বাড়ানো হবে।
বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। তিনি নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এই সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা(বুলু)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এছাড়াও একাধিক কেন্দ্রীয় নির্বাহী জ্যেষ্ঠ নেতা সম্মেলনে বক্তব্য রাখেন।