মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

দেবিদ্বারে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

  • আপডেট সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ দেখেছেন :

প্রতি‌নি‌ধি, দে‌বিদ্বার

কুমিল্লার দেবিদ্বারে আলোচিত দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—সাব্বির হোসেন হত্যা মামলার এজহারভুক্ত আসামি সাইফুল ইসলাম বেপারী (৪২) এবং আবু বকর হত্যাচেষ্টা মামলার আসামি মাসুদ রানা (৩৮)। ট।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

গ্রেপ্তার সাইফুল ইসলাম বেপারী গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিকান্দি গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অপরদিকে, মাসুদ রানা জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা।

গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় দেবিদ্বার থানা ঘেরাও চলাকালে গুলিবিদ্ধ হন নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন। দীর্ঘ চিকিৎসার পর গত ১৪ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ৯৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে সাইফুল ইসলাম বেপারীর নামও অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, গত বছরের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোড এলাকায় স্কুলছাত্র আবু বকরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় এখনো তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় আবু বকরের পিতা আবুল খায়ের বাদী হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদসহ ৭৩ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হন মাসুদ রানা।

ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বেপারী ও মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz