
প্রতিনিধি, দাউদকান্দি
কুমিল্লার দউদকান্দি বাজারের অটো চালক শিশু ফাহিম (১২) কে জবাই করে অটোরিকশা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী।
পুলিশ জানায়, অটোচালক শিশু ফাহিম দাউদকান্দি পৌর বাজারে অটোরিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ করতো। গেল বুধবার সকালে সে অটো নিয়ে বের হলেও রাতে আর বাসায় ফিরেনি। রাতভর নিখোঁজ থাকারপর বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় বাসিন্দারা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে। উপজেলার উত্তর নসরুউদ্দী সুইজগেট এলাকায় গলাকাটা অবস্থায় ফাহিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত ফাহিম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। দাউদকান্দিতে বাসাভাড়া নিয়ে মা ও দুই ভাই ও এক বোনের সাথে সে বসবাস করতো।
দউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি। দুষ্কৃতিকারীরা ফাহিমকে হত্যা করে অটোরিক্সা নিয়ে চলে গেছে। তদন্ত অব্যাহত চলছে। অপরাধীদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে।