
প্রতিনিধি, বুড়িচং
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত গাড়িচাপায় এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম কামরুল হাসান রানা(২৫)। তিনি বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। কয়েক মাস আগে ছুটিতে দুবাই থেকে দেশে এসেছেন। কিছু দিনের মধ্যে ফের প্রবাসে যাওয়ার কথা ছিল।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত গাড়িরচাপায় মোটরসাইকেলে আরোহী যুবকের দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়া চলমান। ঘাতক অজ্ঞাত গাড়িটি সনাক্তের চেষ্টা অব্যহৃত রয়েছে।
নিহতের চাচাত ভাই মাসুম ভূইয়া বলেন, রানা বিদেশ থেকে এসে কুমিল্লার আলেখারচর বিশ্ব রোডের একটি হোটেলে চাকুরী নেয়। সকালে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার রওনা দেন। পথে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। রানার স্বপ্ন ছিলো বিদেশ (ফিজি) যাবেন। কিন্তু পথে তার মৃত্যু হলো।