
আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ
কুমিল্লার মনোহরগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকালে উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে। স্বাগত বক্তব্য রাখেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন, পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, দক্ষিণ বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বান্দুয়াইন দাখিল মাদরাসার সুপার মাও. হারুনুর রশিদ, পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সাইকচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।