মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

দেবিদ্বারে ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, আহত ১০

  • আপডেট সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ দেখেছেন :

প্রতিনিধি, দেবিদ্বার 
কুমিল্লায় দেবিদ্বারে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ম্যাচ চলাকালে শিক্ষার্থীদের একটি দল অপর দলের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় ওই উপজেলার সাইচাপাড়া বিজেএমএ মজিদ উচ্চ বিদ্যালয়ের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার বিকালে দেবিদ্বার পৌর এলাকার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও মাঠের বাইরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাথে সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলা ছিল। খেলার নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকায় টাইব্রেকারে সাইচাপাড়া উচ্চ বিদ্যালয় দল এগিয়ে থাকে। এ সময় রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু উত্তেজিত ছাত্র প্রথমে গোলকিপার তানভিরের ওপর হামলা চালায়। এতে খেলাটি পণ্ড হয়ে যায়। পরে সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা মাঠের বাইরে গেলে রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা সাইকেলের চেইন, বেল্ট ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। এতে সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০/১২ জন খেলোয়াড় আহত হয়। আহতরা হচ্ছে- খেলোয়াড় আবদুল মান্নান, সাকিব, রাকিব, রিফাত, সাব্বির, সাজ্জাত, মাহিম ও নাইমূর।

সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ বলেন, আহত খেলোয়াড় দেবিদ্বারে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপত্তার কারণে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। একটি সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ খেলাটি টাইব্রেকারে এসে হেরে যাওয়ার আশঙ্কা থেকে পণ্ড করে দিতে পরিকল্পিতভাবে এমন হামলা চালানো হয়েছে। প্রতিবছরই নিজেদের মাঠে রেয়াজ উদ্দিন বিদ্যালয়ের মাঠে এমন ঘটনা ঘটানো হয় এবং পুলিশের পাহারায় খেলোয়াড়দের বাড়িতে যেতে হয়েছে। এ ঘটনায় চিকিৎসা শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

হামলার বিষয়ে রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগীতার আহ্বায়ক মো. কামরুজ্জামান বলেন, ঘটনার সময় তিনি মাঠে ছিলেন না। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সমাধানের উদ্যোগ নিয়েছে।

দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পরই ক্রীড়া কমিটির সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। আহতদের চিকিৎসা চলছে। হামলার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz