
আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ
কুমিল্লার মনোহরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। এবার এ উপজেলার ১২টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
সভায় উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার তাহমিদ বিন ফারুক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে, উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটওয়ারি, মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামির আমির হাফেজ মাও.নুরুন্নবী, ইসলামী আন্দোলনের মাও. নোমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ, হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ নিজাম উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রণজিৎ চন্দ্র মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমান, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাও. আব্দুস সালাম, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবদুল মতিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজামন্ডপের সভাপতি, সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর মনোহরগঞ্জ উপজেলা ক্যাম্প কমান্ডার সার্বিক নিরাপত্তার বিষয়ে সকলকে আশ্বস্থ করেন।
সেনাবাহিনীর চলমান কার্যক্রমের পাশাপাশি পূজামন্ডপ কেন্দ্রিক কোনরকম অস্থিতিকর পরিবেশ তৈরী, মাদক, ইভটিজিং ও বিশৃঙ্খলামুলক কর্মকান্ড প্রতিরোধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন তিনি। সবাইকে সতর্ক করে উল্লেখিত বিষয়ে তিনি জিরো টলারেন্স ঘোষনা করেন।
তিনি বলেন এবার সেনাবাহিনীর মুল লক্ষ্য হলো শান্তিপূর্ণভাবে সকলের নিরাপত্তা নিশ্চিত করে শারদীয় দূর্গাপূজা পালনের মাধ্যমে সাম্প্রদায়িক অববস্থান তৈরী করা। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমুলক অথবা গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহবান জানান।