মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২জনের রিমান্ড চাইবে পুলিশ

  • আপডেট সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার হোমনায় মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের রিমান্ড চাইবে পুুলিশ।
রবিবার উপজেলার আসাদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- আসাদপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. ইব্রাহিম (২৪)  এবং মৃত মো. আনু মিয়ার ছেলে মো. শহিদুল্লাহ (৩৩)।
পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই মীর হোসেন জানান, তারা এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তদন্দের স্বার্থে তাদের রিমান্ড আবেদন করা হবে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার ও চিহ্নিতকরণের জন্য পুলিশের তদন্ত অভিযান অব্যাহত রয়েছে। এদিকে হামলার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। উপজেলার মাজারগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত বুধবার আসাদপুর গ্রামের আলেক শাহর ছেলে মহসিন তার “বেমজা মহসিন” নামের ফেইসবুক আইডি থেকে মহানবী (স.) সম্পর্কে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য পোস্ট করেন। বৃহস্পতিবার এ ঘটনার জেরে আসাদপুর গ্রামের অভিযুক্ত মহসিনের দাদা কফিল উদ্দিন শাহ এবং ওই এলাকার কালু শাহ, আবদু শাহ ও হাওয়ালী শাহের মাজারে হামলা চালায়। এসময় মাজার ও বসতঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz