মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

জমকালো আয়োজনে কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির ‘ফ্যামিলি ডে’ উদযাপন

  • আপডেট সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ দেখেছেন :

মোঃ হুমায়ুন কবির মানিক

জমকালো আয়োজনে কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে মনোজ্ঞ ‘ফ্যামিলি ডে’ উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে সমিতির সহ-সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার কুমিল্লার কোটবাড়ি ব্লু ওয়াটার পার্কে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ উৎসবমুখর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফ্যামিলি ডে’র কর্মসূচিতে ছিল সকালের নাস্তা, বিভিন্ন ধরনের খেলাধুলা, মন-মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান, সুস্বাদু দুপুরের খাবার, সংবর্ধনা পর্ব, আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী। এছাড়াও উপস্থিত সকলে প্রকৃতির অন্যতম নিদর্শন লালমাই পাহাড় পরিদর্শন করেন এবং বিকেলের নাস্তা শেষে ব্লু ওয়াটার পার্কের সুইমিং পুলে নীল পানিতে হাবুডুবু খেয়ে আনন্দ উপভোগ করেন।

প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লায় বসবাসরত মনোহরগঞ্জ উপজেলার নাগরিকদের সেবামূলক কাজ করে আসছে এ সমিতি। এছাড়াও সদস্যদের পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে প্রায় ৫০টিরও বেশি পরিবার অংশগ্রহণ করে এক আনন্দঘন দিনের সাক্ষী হয়।

অনুষ্ঠানে কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সহ-সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনকে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

দিনব্যাপী এ ব্যতিক্রমধর্মী আয়োজনে উপস্থিত ছিলেন কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির উপদেষ্টা ডা: লিয়াকত আলী, সমিতির সভাপতি একে এম মাসুদুর রহমান, সাবেক সভাপতি গোলাম সরওয়ার মজুমদার, সংবর্ধিত অতিথি ও সমিতির সহ-সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সমিতির সাধারণ সম্পাদক আবদুস ছালাম, ফ্যামিলি ডে উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি আবদুল খালেক মোল্লা, যুগ্ম আহ্বায়ক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, যুগ্ম আহ্বায়ক ও সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দেওয়ান সামছুল হক, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz