মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

বুড়িচংয়ে চোর সন্দেহে বিদেশী কুকুর লেলিয়ে নির্যাতনে আটক ৩

  • আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে আটক করে দুটি কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩০ ও ১৫ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হলে রাতেই তাদের গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১১ এর কোম্পানি কমান্ড সাদমান ইবনে আলম।

গ্রেপ্তার হলেন, মুন্সিগঞ্জ জেলা টঙ্গীবাড়ি এলাকার মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম, মুন্সিগঞ্জ সদরের সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু, বুড়িচং উপজেলার কাটাজঙ্গলএলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার।

নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার(২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে।

র‍্যাব কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে গত ১২ সেপ্টেম্বর বুড়িচং থানাধীন সাকুরা স্টিল মিলের তামার তার চুরির ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে তারা স্টিল মিলে দুটি জার্মান শেফার্ড কুকুর আনে। এবং পুনরায় চুরি করতে আসলে ধরতে উৎ পেতে থাকে। গতকাল উনিশ সেপ্টেম্বর দুপুরে জয় চন্দ্র সরকার স্টিল মিলে প্রবেশ করে। এ সময় গ্রেফতার তিন আসামি জয়চন্দ্রকে আটক করে বেদম মারধর করে ও তাকে দুটি কুকুর লেলিয়ে দেয়। এই ঘটনায় কুকুর তাকে একাধিকবার আক্রমণ করার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িতে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জয় চন্দ্র সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz