মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

মনোহরগঞ্জ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

  • আপডেট সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ দেখেছেন :

আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ

কুমিল্লার মনোহরগঞ্জে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে শুক্রবার বিকালে মনোহরগঞ্জ থানা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল পূজা উদযাপন কমিটির নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে ।
সভায় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াছ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা পূজা কমিটির সভাপতি রনজিৎ চন্দ্র মজুমদার , মৈশাতুয়া ইউনিয়ন জামায়েত ইসলামের আমির মহি উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস মনোহরগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ উদ্দীন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আজিম উদ্দিন। হেফাজতে ইসলাম মনোহরগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের সরসপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজির আহমেদ। এ সময় সাংবাদিক, উপজেলা ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz