
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরে সাখাওয়াত হোসেন স্বপন নামে এক প্রতারকের খপ্পরে পরে নিঃস্ব হয়েছে একটি পরিবার। গেল ২০২১ সালের ১৬ এপ্রিল ব্যবসার কথা বলে কোম্পানিগঞ্জ বাজারের মোবাইল ব্যবসায়ী কাউছারের কাছ থেকে ২০ লক্ষ টাকা নেয় একই উপজেলার ধামঘর গ্রামের শাহ-আলমের ছেলে শাখাওয়াত হোসেন স্বপন৷ টাকা নেওয়ার পর লাপাত্তা হয়ে যায় সে৷ পরে ঐ ভূক্তভোগী কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে।
মামলা সুত্রে জানা যায়,কোম্পানীগঞ্জ জননী টেলিকম ভিতর থেকে ব্যবসা কথা বলে সাক্ষীদের উপস্থিতি’তে ব্যবসার প্রসার বাড়ানোর কথা বলে নগদ ২০ লক্ষ টাকা ধার নেয় প্রতারক শাখাওয়াত হোসেন স্বপন, কিন্তু টাকা ফেরত দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ৬ মাস পেরিয়ে গেলে ঐ ভূক্তভোগী কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে৷ দায়ের করা ঐ মামলায় তাকে গ্রেফতার করলে উচ্চ আদালতে জামিন পায় সে৷ তবে জামিন পাওয়ার পর ধরা ছোয়ার বাইরে চলে যায়৷ পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।
ভূক্তোভোগী কাউছার সাংবাদিকদের জানায়, প্রতারক শাখাওয়াত হোসেন স্বপন তার কাছ থেকে ব্যবসা করার কথা বলে নগদ ২০ লক্ষ টাকা নেয়৷ ঐ টাকা নেওয়ার পর নির্ধারিত সময়ে অর্থ ফেরত না দিলে, বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে৷ কিন্তু সে জামিনে এসে লাপাত্তা হয়ে যায়, পরে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে৷ কিন্তু মুরাদনগর থানায় চলতি বছরে জানুয়ারিতে গ্রেফতারী পরোয়ানা থাকার পরও সে গ্রেফতার হচ্ছে না৷
বর্তমানে তার পরিবার নিয়ে অসহায়ত্বের মধ্যে জীবন পার করছেন বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে, দ্রুত সময়ে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।