
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসু উদ্দিন মোহাম্মদ ইলিয়াস। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানান, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী মহল বিভিন্ন স্থানে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে থাকত। তবে ওসি ইলিয়াসের নেতৃত্বে ধারাবাহিক অভিযানের ফলে এসব অপরাধী চক্র গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে ব্যবসায়ী ও পথচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
স্থানীয়রা আরো জানান, গত ৫ আগষ্ট পরবর্তী সময়ে বিশেষ করে দেবিদ্বার টু চান্দিনা রোডে ডাকাতদের উৎপাত বেড়ে গিয়েছিল, ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াসের বিচক্ষণ পদক্ষেপে চান্দিনা রোড এখন ডাকাত মুক্ত৷ প্রবাসী ও যাত্রী রাতে নিরাপদে চলাচল করতে পারছে৷
ব্যবসায়ী সমিতির কয়েকজন নেতা বলেন, ওসি ইলিয়াস দায়িত্ব নেওয়ার পর থেকে চাঁদাবাজরা এলাকাতে মুখ দেখাতে পারছে না। বাজার-ঘাট ও গ্রামীণ জনপদে নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে ওসি শামসু উদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “জনগণের জানমাল রক্ষা করা পুলিশের দায়িত্ব। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কিংবা অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। দেবিদ্বারকে একটি শান্তিপূর্ণ উপজেলায় রূপ দিতে আমরা বদ্ধপরিকর।”
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মাসে দেবিদ্বারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজন চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আইনের আওতায় আনা হয়েছে।
অপরাধ দমনে এভাবে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে দেবিদ্বার হবে নিরাপদ ও অপরাধমুক্ত একটি উপজেলা—এমনটাই আশা স্থানীয় জনসাধারণের।