মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

এবার অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার আরও দুটি লকারের সন্ধান

  • আপডেট সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ দেখেছেন :

অনলাইন ডেক্স

পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকারের সন্ধান মিলেছে। রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান শাখায় লকার দুটির  সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। আজ বুধবার গোপন খবরের ভিত্তিতে লকার দুটি জব্দ করেছে সিআইসি।

সিআইসির মহাপরিচালক আহসান হাবিব সমকালকে জানিয়েছেন, ইতোমধ্যে লকার দুটি জব্দ করা হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, লকার দুটির নাম্বার হচ্ছে যথাক্রমে ৭৫১ এবং ৭৫৩। আর লকার দুটির চাবির নম্বর হচ্ছে যথাক্রমে ২০০ ও ১৯৬।

এনবিআরের কর্মকর্তাদের ধারণা, লকার দুটিতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে।

এ বিষয়ে এনবিআরের গোয়েন্দা সেলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন, বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার দুটি জব্দ করা হয়েছে।

এর আগে ১০ সেপ্টেম্বর রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় থাকা শেখ হাসিনার একটি লকার জব্দ করে সিআইসি। লকারটির নম্বর হচ্ছে ১২৮। লকারের পাশাপাশি পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর আছে। আরেকটি হিসাবে ৪৪ লাখ টাকা জমা আছে। ওই দুটি হিসাবে মোট ৫৬ লাখ টাকা রয়েছে বলে জানিয়েছিল আয়কর গোয়েন্দারা। এসব হিসাব থেকে টাকা উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্ত ও অনুসন্ধান করে। এর অংশ হিসেবে এনবিআর দুটি রাষ্ট্রয়াত্ব ব্যাংকে থাকা শেখ হাসিনার তিনটি লকার জব্দ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz