
আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ
কুমিল্লার মনোহরগঞ্জের কৃতি সন্তান লায়ন্স ক্লাব অব ঢাকা পূর্বাচলের সাবেক প্রেসিডেন্ট মরহুম লায়ন ফারুক আহম্মেদ এর স্মরণ সভা রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা পূর্বাচল লায়ন্স পরিবার এ স্মরণ সভার আয়োজন করে। এ সময় মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা ও তার পরিবারের জন্য মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
লায়ন মনিরুল হক জর্জ এর সভাপতিত্বে স্মরণ সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিষ্ট্রিক ৩১৫ বি২ এর পূর্বাচল লায়ন্স ক্লাবের ফাউন্ডার লায়ন শাহাদাত হোসেন, লায়ন বোরহান উদ্দিন, পিডিজি লায়ন মোবারক হোসেন, পিডিজি মুক্তিযোদ্ধা আবুল বাসেত, ফাউন্ডার প্রেসিডেন্ট সরোয়ার মোর্শেদ নান্নু, লায়ন কামরুজ্জামান, লায়ন জাফর ইকবাল, লায়ন হামিদুর রহমান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মরণ সভায় বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য লায়ন ফারুক আহম্মেদ (৪৬) গত এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় অসুস্থতাজনিত কারনে রাজধানীর একটি হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ১২ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর তার নিজ এলাকা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি কুমিল্লার মনোহরগঞ্জের ঝলম নিবাসি মরহুম আবুল খায়ের মেম্বারের ছেলে।