মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার সংবাদ সম্মেলন

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন কুমিল্লা পুলিশ সুপার বলেন, কুমিল্লা জেলায় ৮১৮ টি পূজা মন্ডপ তৈরী হচ্ছে। মন্ডপগুলোর গুরত্ব বিবেচনা করে তিনটিভাগে ভাগ করা হয়েছে। আমাদের ৯৫০ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক পূজার নিরাপত্তায় থাকবে। ৯০টি মোবাইল টিম টহলে থাকবে। গুরুত্বপূর্ণ পূজা কেন্দ্র গুলোতে ফিক্সড পুলিশ টিম কাজ করবে। দূর্গম এলাকায় দ্রুত পৌছানোর জন্য মোটর সাইকেল টিম, ডিবির কুইক রেন্সপন্স টিম ও গোয়েন্দা তথ্য সংগ্রহে সাদা পোশাকে ডিএসবির পুলিশ মোতায়েন থাকবে। পূজার ভেন্যু কেন্দ্রিক চুরি, ছিনতাই, ইভটিজিং কঠোর হস্তে দমন করা হবে। পুজায় আগত পুজারী ও দর্শনার্থীদের নিরপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। আমাদের বিশেষ একটি টিম কাজ করবে। যারা সোশ্যাল মিডিয়া মনিটরসহ সাইবার স্পেসে নজরদারী করবে। যাতে কেউ গুজব ও উস্কানি ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন অপপ্রচার যাচাই-বাছাই ছাড়া কেউ যেন প্রতিক্রিয়াশীল মনোভাব প্রদর্শন না করে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz