
মো. তামিম হোসেন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান। ফুল দিয়ে নবীনদের বরণ আর প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।
কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষক মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এ নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঞা।
তিনি বলেন, আমরা শুধু শিক্ষাই দিই না, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমেও উদ্বুদ্ধ করি। আমাদের কলেজে তালিকাভুক্ত সাতটি সামাজিক সংগঠন আছে, যেখানে যুক্ত হয়ে তোমরা পড়াশোনার পাশাপাশি একজন সুশিক্ষিত ও ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা ও মনোযোগ দিয়ে পড়াশোনা করা।
অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত এ নবীন বরণে প্রথমে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের নবীনদের একইভাবে বরণ করে নেওয়া হয়।
এসময় ‘সোনালী সকাল’ নামে কলেজভিত্তিক একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় মিলনায়তন ছিল উৎসবমুখর। নবীনদের হাসিখুশি মুখে আনন্দের ঝিলিক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসজুড়ে।