মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

মুরাদনগরে ছাগল চুরির অপরাধে ৬ যুবক কারাগারে

  • আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ দেখেছেন :

প্রতিনিধি, মুরাদনগর

কুমিল্লার মুরাদনগরে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ায় ৬ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় মামলা দায়েরের পর আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, দিঘীরপাড় গ্রামের জয়নাল হোসেনের ৯ বছর বয়সী মেয়ে জাকিয়া সুলতানা দুইটি ছাগল নিয়ে দিঘীরপাড় নুরুন্নেসা হাফিজিয়া মাদরাসার রাস্তার পাশে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে আন্ত:জেলা চোরচক্রের ৬ সদস্য মেয়েটিকে কৌশলে পানি আনতে মাদরাসার ভেতর পাঠায়। একপর্যায়ে তারা ছাগলটি নিয়ে পালিয়ে যায়। পানি নিয়ে এসে জাকিয়া সুলতানা দেখে তার একটি ছাগল নেই। এ সময় জাকিয়া চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কলাবাগান মোরে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি সিএনজিসহ চোরচক্রের ৬ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়। পরে জয়নাল হোসেন বাদী হয়ে রবিবার রাতে মামলা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, স্থানীয়দের হাতে আটক ৬ যুবককে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz