
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনায় দ্রুত ও সুষ্ঠু বিচার ও দোষীর ফাঁসির দাবিতে শিক্ষার্থীরা সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তৃতীয়বারের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
দুপুর ১টায় কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে তারা আদালত প্রাঙ্গণে প্রবেশ করে এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার এবং কুমিল্লা পুলিশের এসপি মোহাম্মদ নাজির আহমেদ খানকে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করে তাদের দাবি জানায়।
মানববন্ধন ও মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড ও ক্ষোভভরা স্লোগান দেখায়; যেমন— “আমার বোন মরলো কেন? প্রশাসন জবাব চাই”, “আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব চাই”, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই” ইত্যাদি।
সুমাইয়ার সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, আমরা জানতে পেরেছি সুমাইয়াকে প্রথমে ধর্ষণ করে পরে হত্যা করা হয়েছে। আমরা নৃশংস এই হত্যার দ্রুত ও সুষ্ঠু তদন্তের ওপর ভিত্তি করে বিচার দাবি করছি। ময়নাতদন্ত প্রতিবেদন উপস্থাপনে যেন কোনো গড়িমসি না করা হয়, সেই দাবি জানাচ্ছি। প্রশাসন যেন দ্রুততার সঙ্গে দোষীর ফাঁসিও কার্যকর করে — সেটাই আমরা চাই।
লোক প্রশাসন ১৪তম আবর্তনের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, সুমাইয়া অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। তাকে ও তাঁর মাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা তা নিন্দা করি। হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই এবং ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে না পারে—তার জন্য প্রশাসনের গৃহীত কার্যক্রম ত্বরান্বিত করার আবেদন জানাই।