মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

যানযট নিরসনে কুমিল্লার ডিসি ও এসপিকে স্মারকলিপি

  • আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর যানযট নিরসনে কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগরী।
রবিবার (১৪ সেপ্টেম্বর) এই স্মারকলিপি দিয়ে কুমিল্লা নগরীকে যানজট মুক্ত রাখার আহ্বান জানান তারা। এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধি ও কুমিল্লা মহানগর সভাপতি অধ্যক্ষ এএইচ এম তারিকুল ইসলাম লিটন, সহ-সভাপতি আইআর আশিক আহমেদ তুহিন, সাধারন সম্পাদক গুলজার হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ও জসিম উদ্দীন উপস্থিত ছিলেন।
মানবাধিকার কমিশন নেতারা বলেন; হকারদের দখলে ফুটপাত, অনিয়ন্ত্রিত যানবাহন, অপর্যাপ্ত ট্রাফিক পুলিশ, যত্রতত্র পার্কিংসহ নানান অনিয়মের কারনে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট লেগেই থাকে। ব্যাংক ও ট্যাংকের নগরী এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে।
তারা আরো বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে কুমিল্লা নগরীর যানজট পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। কুমিল্লা শহরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ অনুরোধ করছি।
স্মারক লিপি প্রদানকালে মানবাধিকার কমিশনকে আস্বস্ত করে জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন- আমরা ইতিমধ্যে পরিকল্পনা হাতে নিয়েছি। অল্পকিছুদিনের মধ্যেই কার্যকরীতা দেখতে পাবেন। এই শহরকে সুন্দর ও যানজটমুক্ত রাখতে সকলের সচেতনতা ও সহযোগিতা জরুরি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz