
কুমিল্লার কন্ঠ ডেক্সঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামে মোবাইল চুরির দায়ে সন্দেহ জনক ভাবে একজনকে পিটানোর ঘটনায় গত শুক্রবার ৮নং মালাপাড়া ইউনিয়ন পরিষদের এক গ্রাম শালিসে মো.ফরহাদ আলম , সাব্বির হোসেন, রবিউল ইসলাম নামে তিন জনকে তিনলক্ষ টাকা জরিমানা করার ঘটনায়, এলাকা জুড়ে চাঞ্চল সৃষ্টি হয়েছে।
অভিযুক্তরা জানান, সন্দেহের ভিত্তি’তে ঐ অটোরিকশা চালক-কে সকলে মারধর করে, ঐ সময় আমরাও উপস্থিত ছিলাম৷ শুধু মাত্র উপস্থিত থাকার কারনে আমাদের তিনজনকে তিনলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দেশের বিচার ব্যবস্থা কী এই রকম আপনাদের কাছে জানতে চাই,কেন আমাদের কে তিন লক্ষ টাকা জরিমানা করা হলো৷
অন্যদিকে, বাংলাদেশের ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ (সংশোধিত ২০১১) অনুযায়ী ইউনিয়ন পরিষদে বিচার-শালিসের মাধ্যমে সাধারণত ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির বিরোধ নিষ্পত্তি করা যায়। জরিমানার সীমাআইনের ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচালিত বিচার-শালিসে সর্বোচ্চ ৫০০০ (পাঁচ হাজার) টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে।
এ বিষয়ে ৮নং মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুনের মুঠোফোনে জানান, আটকে রেখে একটা ছেলেকে মারধর করেছে, প্রায় ২০০ লোকের উপস্থিতি ‘তে ২৫ জনের সমন্বয়ে এই রায় দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবী, ৩ লক্ষ টাকা জরিমানা করে থাকে, সেটা সম্পূর্ণ আইন বহির্ভূত ও অবৈধ কাজ। ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তারা এত বড় অঙ্কের জরিমানা আরোপ করার ক্ষমতা রাখে না। তাই সঠিক বিচারের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন৷