মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

লালমাইয়ের সড়কে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

  • আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ দেখেছেন :

লালমাই প্রতিনিধি 

কুমিল্লার লালমাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বাগমারা-মগবাড়ী সড়কের পশ্চিম চেঙ্গাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজউদ্দিন (৩১) লালমাই থানায় কর্মরত কনস্টেবল এবং শাহরাস্তি এলাকার বাসিন্দা।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, শনিবার রাত ১২টার দিকে কনস্টেবল রিয়াজউদ্দিন লালমাই থানা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি যাচ্ছিলেন। এ সময় চেঙ্গাহাটা এলাকায় গিয়ে  মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ছুটি নিয়ে কনস্টেবল রিয়াজ উদ্দিন মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। তবে তার দুর্ঘটনা নিয়ে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz