অনলাইন ডেক্স
বড় ধরনের রদবদল আসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। বেশ কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হবে তাঁদের দপ্তর থেকে। আবার কয়েকটি দপ্তরে যোগ হতে যাচ্ছে নতুন মুখ। আগামী এক মাসের মধ্যে এই পরিবর্তন হবে বলে সরকারের দায়িত্বশীল একটি সূত্র বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পরিবর্তনের প্রস্তুতি নিয়েছে। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন বিশেষ সহকারীকে রদবদলের বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে কয়েকজন উপদেষ্টাকে তাঁদের দপ্তর পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে।
তিনটি কারণে এ ধরনের রদবদল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রথমত নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো, দ্বিতীয়ত এরই মধ্যে কয়েকজন উপদেষ্টা নানা কারণে বিতর্কিত হয়েছেন। দপ্তর পরিবর্তনের মাধ্যমে তাঁদের ইমেজ রক্ষা করতে চায় সরকার। আবার কয়েকজন উপদেষ্টার কাজের চাপ কমাতে কয়েকটি দপ্তরে নতুন মুখ আনতে চায়। সরকার ঘোষিত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে ক্লিন ইমেজ নিয়ে দায়িত্ব ছাড়তে চায় বর্তমান সরকার।এরই অংশ হিসেবে রদবদলের উদ্যোগ বলে জানানো হয়েছে।
বর্তমান উপদেষ্টা পরিষদে ২২ জন রয়েছেন। তাঁদের হাতে রয়েছে ৪১টি মন্ত্রণালয়। তাঁদের মধ্যে দুজনকে সামলাতে হচ্ছে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব। মুহাম্মদ ফাওজুল কবির খান ও শেখ বশিরউদ্দীন।
এর মধ্যে প্রথমজন সামলাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়। অন্যদিকে শেখ বশিরউদ্দীন দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এদিকে দুটি করে মন্ত্রণালয় সামলাচ্ছেন ১০ জন উপদেষ্টা। সবচেয়ে বেশি ৫টি মন্ত্রণালয় ও বিভাগ সামলাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর অধীনে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
এদিকে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী, বিশেষ দূত ও হাই রিপ্রেজেন্টিটিভ রয়েছেন তিনজন। এ সংখ্যা আরও কয়েকটি বাড়তে যাচ্ছে। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারী রয়েছেন ছয়জন। সিনিয়র সচিব পদমর্যাদার বিশেষ সহকারী রয়েছেন একজন। প্রতিমন্ত্রী পদমর্যাদার সংখ্যা না বাড়লেও তাঁদের দপ্তর বদল হতে চলেছে বলে জানান সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা জানান, দপ্তর বণ্টনে বড় ধরনের চমক থাকবে। কয়েকজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারীকে বড় মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হবে অপেক্ষাকৃত ছোট মন্ত্রণালয়ে। আবার বর্তমানে ছোট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ও বিশেষ সহকারীকে দেওয়া হতে যাচ্ছে বড় দায়িত্ব। অন্যদিকে চমক হিসেবে থাকছে কয়েকজন নতুন মুখ। এদের মধ্যে কেউ কেউ বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন। আবার কাউকে আনা হচ্ছে সরকারের বাইরে থেকে।