স্টাফ রিপোর্টার
কুমিল্লায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুমিল্লা-নাঙ্গলকোট সড়কের লাকসামের আজগরা ইউনিয়নের দামবাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজনীন সুলতানা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, তাহমিনা বেগম(৫৫)। তিনি লাকসাম উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী। অপরজন একই গ্রামের মফিজ মিয়ার ছেলে অটোরিকশার চালক মো. রাসেল।
আহতরা হলেন, নিহত তাহমিনা বেগমের ছেলের বউ মিনু বেগম (২৬), নাতনি মেহেজাবিন(৫), নাতি মো. রাসেল ও মিনহাজ (২)। এছাড়াও পরিবারের আরেক সদস্য মোহরোমের নেছা (৬৫) দুর্ঘটনায় আহত হন। অপর দুইজন আহতের নাম জানা যায়নি।
নিহত তাহমিনা বেগমের স্বামী বাচ্চু মিয়া বলেন, স্ত্রীর লাশ নিতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছি। আমার পরিবারের সবাই আমার ছেলের শ্বশুরবাড়ি আজগরা ইউনিয়নের দৌলতপুর গ্রামে দাওয়াত খেতে যায়। আসার পথেই দুর্ঘটনা।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলেন, নিউ সুপার নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা গুরুতর আহত হয়। এক নারীর পা ও আরেক নারীর হাত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা তোদের উদ্ধার করে প্রথমে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাদের কুমিল্লা নিতে বলেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপ্লব বড়ুয়া বলেন, দুইজন মারা গেছেন।
রাত সাড়ে ১১ টায় লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, দুর্ঘটনা একই পরিবারের পাঁচজন আজ হয়েছে। শুনেছি দুইজন নিহত হয়েছে।