স্টাফ রিপোর্টার
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে এক যুবকের কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম আমিনুল ইসলাম। সে জেলার বুড়িচংয় উপজেলার পারুয়ারা গ্রামের আলি মিয়া ছেলে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তাফাপুর এলাকায় মহাসড়কের পাশের একটি ঝোপঝাড় থেকে আমিনুলের লাশটি উদ্ধার হয়।
এটি একটি হত্যাকাণ্ড প্রাথমিকভাবে ধারণা করে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।