প্রতিনিধি, নাঙ্গলকোট
কুমিল্লার নাঙ্গলকোট-খিলা সড়কের নাঙ্গলকোটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী ও এক মসজিদের মোয়াজ্জিন নিহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নাঙ্গলকোট মৌকরা ইউনিয়নের কেশতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ব্যবসায়ি আহছান হাবিব মজুমদার (৫২) ও নিহত মোয়াজ্জিম উপজেলার পেড়িয়া ইউনিয়নের পেড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আবু জাফরের ছেলে হাফেজ আরিফুর রহমান নয়ন (১৮)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কেশতলা গ্রামের আহছান হাবিব পাশ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজারের নিজের জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে নাঙ্গলকোট- খিলা সড়ক দিয়ে গ্রামের বাড়ি আসছিলেন।
এসময় তিনি নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহছান হাবিবকে উদ্ধার করে কুমিল্লা বেসরকারি মেডিক্যাল সেন্টার এবং হাফেজ আরিফুর রহমানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাফেজ আরিফুর রহমান উপজেলার হেসাখাল কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম এবং নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার আলিম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, মানুষের কাছ থেকে বিষয়টি শুনেছি। তবে কোন অভিযোগ পাইনি।