প্রতিনিধি, বুড়িচং
কুমিল্লার বুড়িচংয়ে ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এই মাদক ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন(২৫)। তিনি উপজেলার বাকশিমুল ইউনিয়নের ভৈরবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বুধবার (১০ সেপ্টেম্বর ) তাকে কুমিল্লা আদালতের মধ্যে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে ভৈরবপুর গ্রামের মমিন হোসেনের বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভৈরবপুর থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে মামলা রুজু করে আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।