লালমাই প্রতিনিধি
কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) লালমাই উপজেলার পেরুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থল থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার মাথার ডান পাশে রক্তাক্ত জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।
ওসি আরো বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে। তবে, এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।