কুমিল্লার কন্ঠ ডেক্সঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য নাজমুল হাসান রুবেল এর মাদক সেবনের দায়ে বহিষ্কার করেছে কুমিল্লা উঃজেলা সেচ্ছাসেবক দল৷
একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও টি গত কিছুদিন যাবৎ ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় একটি টিনের কক্ষে বসে মাদক সেবন করছে। মাদক সেবনের ভিডিওকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার দেখা দিয়েছে। নাজমুল হাসান রুবেল এর সাথে থাকা যেকোন একজন ব্যক্তি তার অজান্তে ভিডিওটি ধারণ করেছে বলে জানা যায়।
নাজমুল হাসান রুবেল এর বিরুদ্ধে এর আগেও মাদক সেবন এর অভিযোগ থাকলেও এ নিয়ে ভয়ে কেহ মুখ খুলতে সাহস করে নাই। তার মাদক সেবনের ভিডিও প্রকাশ পাওয়ার পর কুমিল্লা উত্তর জেলাসহ আশেপাশের উপজেলা জুড়ে সমালোচনার জড় বইছে। ভিডিও প্রকাশের পর সেচ্ছাসেবক দলের ইমেজ সংকটে পড়ছে উপজেলাসহ জেলা জুড়ে ।
দেবিদ্বার উপজেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীরা জানান, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে দেবিদ্বার উপজেলায় মাদক সেবী রুবেল বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হন। এর ফলে তৃণমূলে দলের ভাবমূর্তি ক্ষুণনসহ নাজমুল হাসান রুবেলকে নিয়ে বিএনপির নেতাকর্মীরাও বিব্রত অবস্থার মধ্যে পড়েন।
কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ বলেন, সেচ্ছাসেবক দলে কোনো মাদকসেবী বা বিক্রয় কারীর কোন স্থান নাই। আমি ভিডিওটি দেখেছি এ বিষয়ে কেন্দ্রকে অবহিত করা হয়েছে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।