দেবিদ্বার প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা কমিটির পরিচিতি সভা সোমবার সকালে দেবিদ্বার কালিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করতে আয়োজিত এ সভায় জেলার ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পূঁজা উদযাপন ফ্রন্টের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ।
সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের কুমিল্লা উত্তর জেলার সদস্য সচীব স্বপন কুমার ধর এবং সঞ্চালনা করেন পরিমল বিকাশ দত্ত। এতে স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক বিমল দত্ত। তিনি বলেন, পূজা উদযাপন ফ্রন্ট একটি সনাতনী সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করা।
এ সময় বক্তব্য রাখেন এডভোকেট সুদীপ চন্দ্র রায়, বিকাশ সরকার, নারায়ণ বর্মন, নেপাল দত্ত, বিজয় দাস, সুমন পাল, মিন্টু দে, সাজিব ঘোষ, মহাদেব রায় ও জনি সাহা। বক্তারা দেবিদ্বার উপজেলার হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা, পূজা-পার্বণে সহযোগিতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ধর্ম ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই কমিটি পূজা উদযাপন ফ্রন্টকে আরও শক্তিশালী করবে এবং দেবিদ্বারের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে। উপস্থিত বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।