বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

নারী শিক্ষার্থীদের নিয়ে চৌদ্দগ্রামের আ.লীগ নেত্রীর অশালীন মন্তব্য

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক ||

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নারী শিক্ষার্থীদের বোরকা পরা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এক আওয়ামী লীগ নেত্রী। তার এই মন্তব্যে জেলাজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।

ওই নেত্রীর নাম রাশেদা আক্তার। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এবং একই উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হোসেনের স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। ৫ই আগস্টের পর স-পরিবারে পলাতক রয়েছে।

বাসে নারী শিক্ষার্থীরা গাদাগাদি করে যাতায়াতের একটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের বাস সংকটের একটি পোস্ট করেন কলেজের কয়েকজন নারী শিক্ষার্থী। এ পোস্টের মন্তব্যে রাশেদা আক্তার লিখেছেন, এমন জোব্বা (বোরকা) গায়ে লাগিয়ে এরা ভিক্টোরিয়ায় পড়তে যায়! শুধু একটা বিদেশী লেবার পাত্রের জন্য। থুতু দেই ওদের। আমাদের দীর্ঘ সংগ্রামে ওরা পানি ঢেলে দিলো।

এ মন্তব্যের জবাবে কলেজের শিক্ষার্থী ওয়ালিদা মুসাররাত এনারা লিখেছেন, আমরা বোরকা পরি বলে আমাদের কি পড়ালেখার কোন অধিকার নাই। আর আমরা পড়তে গেলে তাদের পরিশ্রমে কেন পানি পড়বে? ওনার ভাষ্যমতে তো আমরা পড়তে যাই বিদেশি লেবার পাত্র পাওয়ার জন্য। উনি (রাশেদা) যেমন বিদেশি রেমিটেন্স যোদ্ধাদেরকে অশ্রদ্ধা করছে, তেমনি দেশের সংখ্যাগরিষ্ঠ মেয়ে যারা পর্দা করে চলতেছে তাদেরকে থুতু নিক্ষেপ করেছে। আর বিদেশি লেবার বলতে উনি যাদেরকে বুঝাইছে তাদের রেমিটেন্সেই তো দেশ চলতেছে আমার জানা মতে।

মিজানুর রহমান নামে একজন লিখেন, কতটা নিকৃষ্ট মানসিকতার অধিকারী, নারীবিদ্বেষী হলে এমন মন্তব্য করতে পারে, ছি।  সুমাইয়া আক্তার লিখেন, এই মহিলা কে? জোড়ালো ভাবে কিছু একটা করা উচিত। তাহলে বাকিদের ও শিক্ষা হয়ে যাবে। প্রায়ই শুনি বুরকা আর মাস্ক লাগানো নিয়ে অনেকে কটুকথা বলে। ইসমাইল হোসেন লিখেন, এই অ–সভ্য মহিলাকে জবাবদিহি করতে হবে সবার সম্মুখে। বিশেষ করে রেমিটেন্স আর পর্দার ব্যাপারে কটুক্তি করার দায়ে। বর্তমান সময়ে এসেও তার কত স্পর্ধা আর আস্ফালন দেখে হতবাক হয়ে গেলাম।

এসব মন্তব্যের পরপর রাশেদা আক্তার তার ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেন, যারা তর্জনী উচিয়ে হুংকার দিচ্ছেন, মুই কোন হনুরে ভাবছেন, একটু খেয়াল করবেন বাকী চারটে আঙুল আপনার দিকে তাক করা। অতএব একটু সতর্ক হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz