প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া |
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুজনকে কুমিল্লা জেল আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত (৩ সেপ্টেম্বর) বুধবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন আটককৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, পটুয়াখালী সদর উপজেলার টাউন বহাল গাছিয়া গ্রামের মো. শাহ আলম হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেন হাওলাদার প্রকাশ সাগর (২০) এবং মাদারীপুর জেলার রাজৈর থানার খালিয়া গ্রামের মো. ওহাব আলী বেপারীর মেয়ে সোনিয়া আক্তার (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার পিচ ইয়াবাসহ একজন নারী এবং একজন পুরুষকে আটক করা হয়। আটককৃতরা হল অভিযান পরিচলন করে দু’জনকে আটক করা হয়েছে।