শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

চান্দিনায় এএসআই অহিদ উল্যাহকে রাজকীয় বিদায়

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯ দেখেছেন :

চান্দিনা, প্রতিনিধি 

দীর্ঘ ৩২ বছরের কর্মজীবন শেষে বিদায় নিলেন চান্দিনা থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই/নি.) মো. অহিদ উল্যাহ। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য সহকর্মীরা তাকে দিয়েছেন রাজকীয় বিদায়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চান্দিনা থানায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। পরে সহকর্মীরা ফুলে সজ্জিত গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামের সন্তান মো. অহিদ উল্যাহ ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন। ২০০৪ সালে পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে উন্নীত হন। দীর্ঘ কর্মজীবনে চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুরসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। অবসরের আগে তিনি নিজ এলাকার পার্শ্ববর্তী চান্দিনা থানায় কর্মরত ছিলেন।

বিদায়ী আবেগঘন মুহূর্তে মো. অহিদ উল্যাহ বলেন, বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। এই ইউনিফরম আমার পরিচয়, আর মানুষের সেবা ছিল আমার অঙ্গীকার। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান আমার জীবনের বড় প্রাপ্তি।

তার পেশাদারি, সততা ও সদাচরণের প্রশংসা করে ওসি মোহাম্মদ জাবেদুল ইসলাম বলেন, মো. অহিদ উল্যাহ একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তার কর্মনিষ্ঠা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz