দেবিদ্বারে পৌর মার্কেট ব্যবসায়ীদের সাথে প্রশাসনের পরিচিতি সভা
দেবিদ্বার প্রতিনিধি:
দেবিদ্বার পৌর মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা প্রশাসনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আলীম। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মো. তমিজ উদ্দিন এবং কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি হাসান মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসনাত খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন এবং দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা খন্দকার নুরুজ্জামান বিপ্লব ও বশির উল্লাহ মোল্লা, সহ-সভাপতি বাবুল মিয়া, আবুল কালাম আজাদ ও রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক চক্রবর্তী ও আব্দুল বাতেন, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি প্লাবন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মোর্শেদ, সহ-অর্থ সম্পাদক জাকির হোসেন, আপ্যায়ন বিভাগের দায়িত্বে আবুল হোসেন এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সদস্য মাওলানা মীজানুর রহমান।
সভায় বক্তারা পৌর মার্কেট ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।