বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

দেবিদ্বারে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ দেখেছেন :

দেবিদ্বারে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্য শানু মেম্বারের বিরুদ্ধে সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে তার বাড়ির পাশের নির্মাণাধীন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গ্রামবাসীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সুলতান আহম্মেদ সরকার, হাবিবুর রহমান হবি, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ রুহুল আমিন, আওয়াল মেম্বারসহ অর্ধশতাধিক মানুষ।

বক্তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শানু মেম্বার দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি সড়কের জায়গা দখল করে রেখেছেন। তার বাড়ির সামনে স্থায়ী বাউন্ডারি নির্মাণ করায় এলাকাবাসীর ভোগান্তি বাড়ছে। সম্প্রতি সড়ক উন্নয়ন কাজ শুরু হলেও ওই বাউন্ডারির কারণে কাজ বন্ধ হয়ে গেছে।

তারা আরও বলেন, বিষয়টি একাধিকবার জানানো হলেও শানু মেম্বার কোনো ব্যবস্থা নেননি। উল্টো তিনি ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি জায়গা দখল বজায় রেখেছেন, ফলে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, “সরকারি রাস্তা দখল করে রাখার মতো অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।”

এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাম মিয়া সরকার ওরফে শানু মেম্বার জানান, “রাস্তার জায়গা ছেড়ে দিয়েই আমি সীমানা প্রাচীর নির্মাণ করেছি। একটি মহল প্রতিহিংসার কারণে প্রাচীর ভাঙার চেষ্টা করছে। জায়গার মালিক আমি, সব ধরনের কাগজপত্রও আমার কাছে রয়েছে।”

উপজেলা ইঞ্জিনিয়ার সবুজ চন্দ্র সরকার বলেন, “শানু মেম্বারের সীমানা প্রাচীরের কারণে সড়কটি যথেষ্ট জায়গা সংকুচিত হয়ে গেছে। এতে সঠিক মাপে কাজ করা সম্ভব হয়নি বলে ঠিকাদার কাজ বন্ধ রেখেছে। আমরা সরেজমিনে গিয়ে বিষয়টি পর্যালোচনা করব এবং দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”

মানববন্ধন শেষে এলাকাবাসী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার ঘোষণা দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz