বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

দেবিদ্বারে খেলাফত মজলিসের সাংসদ প্রার্থীর ইশতেহার ঘোষণা

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ দেখেছেন :

স্টাফ রিপোর্টার |

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন সংসদ সম্মেলন করেছে। সংসদ সম্মেলনে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় দেবিদ্বার উপজেলা সদরের স্থানীয় একটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এ সয়ম খেলাফত মজলিসের কুমিল্লা জেলা ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী ইশতেহারে হাফেজ মাওলানা মোফাজ্জল হোসাইন বলেন, ১. মৌলিক অধিকার নিশ্চিতকরণ: কুমিল্লা-৪ দেবিদ্বারের শতভাগ জনগণের জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও আশ্রয়সহ মৌলিক অধিকার নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করা হবে। ২. ধর্মীয় স্বাধীনতা ও নৈতিক মূল্যবোধ: ধর্মীয় স্বাধীনতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। ৩. শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হবে। শিক্ষক প্রশিক্ষণ, নির্ভরযোগ্য পাঠ্যক্রম, বিজ্ঞানভিত্তিক শিক্ষা, কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ করা হবে। প্রত্যেক ইউনিয়নে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রন্থাগার স্থাপন করা হবে। ৪. স্বাস্থ্যসেবা: ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যকেন্দ্র স্থাপন। দরিদ্র ও অসহায় জনগণের জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ। ৫. অবকাঠামো উন্নয়ন: সড়ক, সেতু, ড্রেনেজ, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি সরবরাহ ও মোবাইল/ইন্টারনেট নেটওয়ার্ক উন্নয়ন। গ্রামীণ ও শহুরে উন্নয়নে আধুনিক অবকাঠামো নির্মাণ। ৬. কৃষি ও কর্মসংস্থান: কৃষকদের সার, বীজ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। ৭. সুশাসন ও প্রশাসনিক স্বচ্ছতা: দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদকে সক্রিয় ও জবাবদিহিমূলক করা হবে।আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যকর ভূমিকা নিশ্চিত করা হবে। ৮. সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন: শিশু, নারী ও প্রবীণদের অধিকার রক্ষায় বিশেষ কর্মসূচি। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো হবে। মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। ৯. দূরদর্শী নেতৃত্ব: যোগ্য, ন্যায়পরায়ণ ও জনবান্ধব নেতৃত্ব তৈরি করে কুমিল্লা-৪ দেবিদ্বারকে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ ও সেক্রেটারি মাওলানা মনির হোসেন কাসেমী, সহ-সেক্রেটারি মুফতি মুজ্জাম্মেল, সহ সাংগঠনিক সম্পাদক মুফতী  জামশেদ হোসাইন হাবিবী, হাফেজ আবু তাহের, দেবিদ্বার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মজিবুর রহমান, সাধারণ সম্পাদক  মাওলানা নাজমুল হাসান, দেবিদ্বার উপজেলা হেফাজতে ইসলামির সাধারণ সম্পাদক মুফতি ইয়াহয়া রাশেদ কাশেমী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz