শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

লাকসামে মোটরসাইকেলের ধাওয়া, প্রাণ গেল চিকিৎসকের

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

কুমিল্লায় মোটরসাইকেলের ধাওয়ায় আতঙ্কে হৃদক্রিয়া বন্ধ হয়ে নাজমুল হাসান আখন্দ নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই চিকিৎসক ব্যক্তিগত গাড়িতে করে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কুমিল্লা শহরের দিকে ফিরছিলেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডা. নাজমুল হাসান আখন্দ কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলায়। তিনি চর্ম, যৌন, অ্যালার্জি ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ছিলেন।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা  বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ডা. নাজমুল হাসান আখন্দ প্রতি বুধবার চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে একটি বেসরকারি হাসপাতালে চেম্বার করতেন। তিনি তার ব্যক্তিগত গাড়িতে চড়ে কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকার বাসা থেকে হাজীগঞ্জে যাতায়াত করতেন।

বুধবার চেম্বার শেষ করে শহরের বাসায় ফিরছিলেন তিনি। এ সময় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের লাকসামের বিজরা এলাকায় এলে ২-৩টি মোটরসাইকেল নিয়ে কয়েকজন উশৃংখল তরুণ তার গাড়িটিকে ধাওয়া দেন। সেসব তরুণদের ধাওয়া খেয়ে বিজরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেন। তবে এতে কেউ হতাহত না হলেও ধাওয়া দেওয়া সেই তরুণরা এসে গাড়িটিতে আক্রমণ করে গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে চলে যান। এতে আতঙ্কিত হয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেখেন তিনি আগেই মৃত্যুবরণ করেছেন।

ওসি নাজনীন সুলতানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ওই চিকিৎসক গাড়ি চালানোর সময় কয়েকটি মোটরসাইকেলকে চাপ দিয়েছিলেন। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। চাপ দেওয়ার কারণে মোটরসাইকেল চালকরা ক্ষিপ্ত হয়ে  তাকে ধাওয়া দেন। একপর্যায়ে হেলমেট দিয়ে চিকিৎসকের গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেন। এ সময় চিকিৎসক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে গাড়ি থামিয়ে ফেলেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, এ ঘটনার কারণে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সিডি প্যাথ অ্যান্ড হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন মুন্সী বলেন, সড়কে কি ঘটেছে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। কারণ, ডাক্তার নাজমুল একাই ছিলেন গাড়িতে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ওই চিকিৎসকের গ্রামের বাড়ি জেলার দাউদকান্দি উপজেলায়। তিনি দুই সন্তানের জনক।

এদিকে, রাত ৯টায় কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে ওই এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz