দেবিদ্বার প্রতিনিধি
বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা ও পৌর বিএনপি। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভিরাল্লা এলাকায় এ র্যালী আয়োজন করা হয়। র্যালী শেষে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মাসুদ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনজুরুল হক সরকার, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহাম্মেদ ( ভিপি মাহফুজ), সদস্য সচিব আব্দুল আলিম পাঠান, যুগ্ম আহবায়ক মোঃ মাঈনুল ইসলাম মোল্লা মিঠু, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক এসএম ইমরান হাছান, জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম ,উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির নিজামী, সদস্য সচিব দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক করিম মাহমুদ সুজন, পৌর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহ জামান মুন্সী প্রমুখ।