দেবিদ্বার প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দেবিদ্বার সদর এলাকায় এ র্যালি ও আলোচনা সভা হয়। র্যালিটি দেবিদ্বার উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
এ কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্স। অংশগ্রহণ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।